Finance

২০১৪তে বদলে যাবে সব ডেবিট ও ক্রেডিট কার্ড
ঢাকা, সেপ্টেম্বর ৪: বাংলাদেশ ব্যাঙ্ক বুধবার জানায় তারা সব ব্যাঙ্কে ইলেকট্রনিক চিপ বসানো ডেবিট ও ক্রেডিট কার্ড অনিবার্য করে দেবে ২০১৪ থেকে।
বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ডে ম্যাগনেটিক চিপ ব্যবহার করা হয়।
বাংলাদেশ ব্যাঙ্ক জানায় এক-দুদিনের মধ্যেই তারা সব ব্যাঙ্কে একটি বিবৃতি পাঠাতে চলেছে যেখানে ২০১৪র মধ্যে ডেবিট ও ক্রেডিট কার্ড বদলানোর নির্দেশ দেওয়া হবে।
ব্যাঙ্কগুলিকে প্রায় ৫০ লাখ কার্ড বদলাতে হবে।