Finance

সিটিসেল বন্ধ হতে চলেছে?

সিটিসেল বন্ধ হতে চলেছে?

| | 31 Jul 2016, 01:04 pm
ঢাকা, জুলাই ৩১- আর কিছুদিনের মধ্যে বন্ধ হয় যাবে দেশের পুরোনো মুঠোফোন অপারেটর সিটিসেল। সিটিসেল এখনও প্রায় ৫০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে পারেনি।

এর ফলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিটিসেলের পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছে।

 

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই কোম্পানির কার্যক্রম যে কোন সময় বন্ধ করে দেওয়া হবে।

 


সিটিসেলের গ্রাহকদের এই ক্ষেত্রে আবার নতুন পরিষেবা সংস্থার কাছে মুঠোফোন পরিষেবা নিতে হবে।

 

এই মুহূর্তে কোম্পানির বকেয়া আছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।

 

বাংলাদেশের মাটিতে মুঠোফোন অপারেটর হিসেবে টেলিযোগাযোগ সেবার লাইসেনতিতীই কম্পানি পেয়েছিল ১৯৮৯ সালে।

 

তবে পরিষেবা শুরু হয় ১৯৯৩ সাল থেকে।