Finance

 বাংলাদেশের পথে চলা শুরু করল ‘গুগল বাস’

বাংলাদেশের পথে চলা শুরু করল ‘গুগল বাস’

| | 12 Nov 2014, 12:15 pm
ঢাকা, নভেম্বর ১২- দেশের শিক্ষার্থীদের ইন্টারনেটের ব্যাবহার ও তাঁর সুবিধা সম্পর্কে আরও ধারণা দিতে, বুধবার ঢাকায় সার্চ ইঞ্জিন গুগল তাদের ‘গুগল বাস’ প্রকল্পটি চালু করেছে।

 এই প্রকল্পটির উদ্বোধন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে করেন।

এই প্রকল্প অনুযায়ী, থ্রিজি ইন্টারনেট সংযোগ সম্বলিত মনিটর ও সাউন্ড সিস্টেম সম্পন্ন একটি বাস ঢাকাসহ দেশের নানান শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীকে  প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ঘুরবে।

শিক্ষার্থীদের  দেশের ৩৫টি জায়গায় প্রশিক্ষণ দেওয়া হবে।

আজকে বাংলাদেশে এই বাসের পথ চলা শুরু হওয়ার সময় গুগলের দক্ষিণপূর্ব এশিয়ার এমার্জিং মার্কেটসের প্রধান জেমস ম্যাকক্লার উপস্থিত ছিলেন।