Finance

সিম কার্ডের দাম বাড়াল গ্রামীণফোন
ঢাকা, জুন ২০: বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন জানায় তারা আগামী অর্থবছরে কর আরোপের প্রস্তাবে সিম কার্ডের দাম বাড়িয়েছে।
গ্রামীণফোনের সব প্রিপেইড সিমের দাম ১৮৮ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
সিম কার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের ৭৫ টাকার জায়গায় ১২৫ টাকা দিতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, “ব্যবসায়িক বাস্তবতার কারণে এই দাম বাড়ানো হয়েছে। কারণ সিম পরিবর্তনের ওপর প্রস্তাবিত ১০০ টাকা কর ইতোমধ্যেই বিপুল করভারের ওপর আরো চাপ সৃষ্টি করবে।"
“যদিও বাংলাদেশের মোবাইল শিল্প বিশ্বের নিম্নতম কল রেট প্রদান করছে, কিন্তু মোবাইল অপারেটররা তাদের প্রতি ১০০ টাকা আয়ের ৫৫ টাকাই সরকারের হাতে তুলে দিচ্ছে," কোম্পানির তরফ থেকে বলা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, “ব্যবসায়িক বাস্তবতার কারণে এই দাম বাড়ানো হয়েছে। কারণ সিম পরিবর্তনের ওপর প্রস্তাবিত ১০০ টাকা কর ইতোমধ্যেই বিপুল করভারের ওপর আরো চাপ সৃষ্টি করবে।"
“যদিও বাংলাদেশের মোবাইল শিল্প বিশ্বের নিম্নতম কল রেট প্রদান করছে, কিন্তু মোবাইল অপারেটররা তাদের প্রতি ১০০ টাকা আয়ের ৫৫ টাকাই সরকারের হাতে তুলে দিচ্ছে," কোম্পানির তরফ থেকে বলা হয়।