Finance

উন্নতির পথে বিশ্বব্যাংককে পাশে চাইলেন হাসিনা

উন্নতির পথে বিশ্বব্যাংককে পাশে চাইলেন হাসিনা

| | 17 Oct 2016, 10:52 am
ঢাকা, অক্টোবর ১৭- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন যে উনি আশা করেন যে ওনার দেশের উন্নয়নের পথে বিশ্বব্যাংক আরও জোরালো ভূমিকা রাখবে ।

হাসিনা বলেন উনি ও এই দেশের মানুশ  ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলবার পথে দৃঢ়প্রত্যয়ী।

 

"বিশ্বব্যাংক আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী," হাসিনা বলেন।

 

"আমাদের এই প্রয়াসেবিশ্বব্যাংক আরও জোরালো ভূমিকা রাখবে। এ প্রত্যাশা করছি," প্রধানমন্ত্রী বলেন।

 

হাসিনা দেশের মানুশের প্রশংসা করে বলেনঃ "এ দেশের মানুষ অত্যন্ত সাহসী, দৃঢ়চেতা ও পরিশ্রমী।"

 

হাসিনা বলেন যে উনি বিশ্বাস করেন যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে বেরিয়ে আসবে।

 

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উদ্‌যাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

বাংলাদেশের সফরে আসা বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সোমবার দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অগ্রগতিকে প্রশংসা করেছেন।

 

প্রশংসা ক্রবার পাশাপাশি উনি আশা করেছেন যে বাংলাদেশের এই অগ্রগতিকে কাজে লাগিয়ে অন্য দেশেরাও সুফল পাবেন।

 

উনি বলেনঃ "দারিদ্র্য বিমোচনের জন‌্য নতুন ধারণার প্রবর্তন খুবই জরুরি।"

 

" তা বাংলাদেশ খুবই দ্রুত অনুধাবন করতে পেরেছে," উই বলেন।

 

এই কথাগুলি জিম দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বলেছেন।

 

উনি বলেন অবকাঠামো অ জনগণের, দুজনের পেছনেই বিনিয়োগ করা প্রয়োজন।