Finance

কাঁচা লঙ্কা, শসার দাম আকাশ ছুঁল
ঢাকা, অক্টোবর ১৭: ঈদুল আযহার ছুটির মরশুমে কাঁচা লঙ্কা ও শসার দাম আকাশ ছুঁল।
বৃহস্পতিবার ঢাকার বাজারে কাঁচা লঙ্কা ৳ ১৬০ থেকে ৳ ২০০ প্রতি কিলোগ্রাম বিক্রি হয়। আগের সপ্তাহে কাঁচা লঙ্কার দাম ছিল ৳ ১২০-১৪০।
শসার দাম মন্দারটেক, শান্তিনগর ও মালিবাগ বাজারে হয় ৳ ৬০-৮০ প্রতি কিলো।
বেগুনের দাম বেড়ে হয়েছে ৳ ৫০-৬০, পেঁপে ৳ ২৫, ওকরা ৳ ৪০-৫০ ও করলা ৳ ৫০ প্রতি কিলোগ্রাম।
পেঁয়াজের দাম বৃহস্পতিবার ছিল ৳ ৯০-১০০।