Finance

থাকছে ১-২ টাকার মুদ্রা

থাকছে ১-২ টাকার মুদ্রা

| | 19 Jan 2015, 01:42 pm
ঢাকা, জানুয়ারি ১৯- বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বলছেন যে এক টাকা ও দুই টাকার মুদ্রা এখনই বাজার থেকে তুলে নেওয়া হবে না।

তবে উনি বলেন যে মানুষ এই মুদ্রাগুলি ব্যবহার না করলে সেগুলি এমনিতেই বন্ধ হয়ে যাবে।

 

"এক ও দুই টাকার নোট যেটা বাজারে আছে, তা চালু থাকবে। জোর করে তো ওঠানো যাবে না," উনি সাংবাদিকদের বলেন।

 

মুহিত আর বলেন যে মানুষ ব্যবহার না করলে \'সেটা এমনিতেই বন্ধ হয়ে যাবে\'।

 

রোববার উনি বলেছিলেন যে এক ও দুই টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে ও পরে ধ্বংস করা হবে।

 

উনি আর বলেছিলেন যে পাঁচ টাকাই হবে সর্বনিম্ন মুদ্রা হবে।