Finance

রেপো রেট কমাল বাংলাদেশ ব্যাংক

রেপো রেট কমাল বাংলাদেশ ব্যাংক

| | 28 May 2013, 05:08 am
ঢাকা, জানুয়ারি ৩১: বাংলাদেশ ব্যাংক দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে রেপো রেটের হার ৫০ পয়েন্ট কমাল।

 বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওতিয়ুর রহমান এই ঘোষণা করেন তাঁর ঢাকা দপ্তরে।

 
তিনি বলেন বাংলাদেশ ব্যাংক তাদের আর্থিক কর্মসূচি আরো প্রশস্ত করেছে এই ভেবে যে তাদের এই নির্ণয়ের ফলে আর্থিক বৎসরের দ্বিতীয় অর্ধে উত্পাদনশীলতার উদ্দেশ্যে ঋণের ক্ষুধা বাড়বে।
 
 রেপো  রেট হল সেই ইন্টারেস্ট রেট যাতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা ধার দেয়।