Finance

মারুবেনি-হুন্ডাইয়ের সাথে বিদ্যুৎ প্রকল্প চুক্তি সরকারের

মারুবেনি-হুন্ডাইয়ের সাথে বিদ্যুৎ প্রকল্প চুক্তি সরকারের

| | 28 May 2013, 04:59 am
ঢাকা, ডিসেম্বর ২৭ ঃ হবিগঞ্জে ৩৯৯।২৮ মেগা ওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড মারুবেনি কর্পোরেশন এবং হুন্ডাই এঞ্জিনীয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের কনসরটিয়ামের সাথে গতকাল ২,৯২৩ টাকার একটি চুক্তি স্বাক্ষর করল।

 এই চুক্তি অনুযায়ী, ঠিকাদার সংস্থাই বিবিয়ানা-৩ বিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য সিংহ ভাগ অর্থ জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোয়াপরেশন এবং জাপানের অন্যান্য সংস্থার থেকে জোগাড় করবে। চালু হবার পর বিদ্যুৎ কেন্দ্রটি ন্যাশনাল গ্রিডে ২৭৩।৫৭ মেগা ওয়াট এবং পরে ৩৯৯।২৮ মেগা ওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলে ঠিক আছে।

মারুবেনি একটি জাপানী বিদ্যুৎ সংস্থা আর হুন্ডাই এঞ্জিনীয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোরিয়ার বহুজাতিক সংস্থা হুন্ডাই করপোরেশনের অধীনস্থ।

এই উপলক্ষ্যে ঢাকায় বিদ্যুৎ ভবনে একটি অনুষ্ঠানে অর্থ মন্ত্রী এ এম আ মুহিথ বলেন, বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন. ক্ষমতা বেড়েছে., তবু ২০১৬ সালের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে।