Finance

পেঁয়াজের দাম বেড়ে দাঁড়াল ৳ ৯৫-য়

পেঁয়াজের দাম বেড়ে দাঁড়াল ৳ ৯৫-য়

| | 20 Sep 2013, 06:54 am
ঢাকা, সেপ্টেম্বর ২০: বাংলাদেশে পেঁয়াজের দাম আরো বাড়ল। শুক্রবারেও পেঁয়াজ ৳ ৯৫ প্রতি কিলোয় বিক্রি হয়।

 পেঁয়াজের দাম প্রায় ৳ ১৫-২০ বেড়ে ৳ ৮০-৯০ প্রতি কিলো বিক্রি হয়।  

 
আমদানি করা পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয় ৳ ৯০-৯৫এ।
 
এই দাম বাড়ার জন্য পাইকারী ও খুচরো বিক্রেতারা একে অপরকে দোষারোপ করে।
 
স্থানীয় উৎপাদিত পেঁয়াজ বিক্রি হয় ৳ ৬০-৬২ প্রতি কিলো; পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারী বাজারে বিক্রি হয় ৳ ৪৫-৫০ প্রতি কিলো।
 
 
 
Image courtesy: Wikipedia/Creative Commons