Finance

বাংলাদশ থেকে কারিগরি শিক্ষানবিশ নিতে আগ্রহী জাপান

বাংলাদশ থেকে কারিগরি শিক্ষানবিশ নিতে আগ্রহী জাপান

| | 08 Dec 2014, 08:04 am
ঢাকা, ডিসেম্বর ৮- জাপান সোমবার বাঙ্গালদেশ থেকে কারিগরি শিক্ষানবিশ নিয়োগ করবার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

আজকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে দেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে বৈঠকের সময় জাপানের আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থার (আইএমডিও) ব্যবস্থাপনা পরিচালক কাজু তুসবোতা তাদের এই ইচ্ছেটি জানিয়েছে।

 

কাজু হোসেনকে বলেছেন যে তাদের দেশে প্রতিবছর দুই হাজার ৩০০ টেকনিক্যাল ইন্টার্নের চাহিদা রয়েছে ও বাংলাদেশের কর্মীরা জাপানি ভাষা ও প্রশিক্ষণ নিয়ে এই সুযোগের লাভ তুলতে পারেন।

 

সংবাদ সুত্রের খবর অনুযায়ী, মন্ত্রী বলেছেন যে জাপানের চাহিদা মত তাদের টেকনিক্যাল ইন্টার্নসহ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী সেই দেশে পাঠানো সম্ভব।