Finance

রবি-ড্যানিস ফুডস’র কর্পোরেট চুক্তি

রবি-ড্যানিস ফুডস’র কর্পোরেট চুক্তি

| | 07 Jun 2016, 01:30 pm
ঢাকা, জুন ৭: বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশনস, কল রেট, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা, ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ ইন্টারনেট সেবা উপভোগ করতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি সই করেছে ড্যানিস ফুডস লিমিটেড।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং ড্যানিস ফুডস’এর ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেছেন।

 

এ সময় ড্যানিস ফুডস’এর চিফ এক্সিকিউটিভ অফিসার খান মাহমুদ আলী, ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউসন’র হেড মো. শফিকুল ইসলাম ও এস্টেট’র জেনারেল ম্যানেজার মো. সদরুল হুদা এবং রবি’র এন্টারপ্রাইজ বিজনেস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন ও ম্যানেজার মো. ইমরুল শাহিদ উপস্থিত ছিলেন।