Finance

বাংলাদেশে দারিদ্র্য কমেছেঃ বিশ্ব ব্যাঙ্ক

বাংলাদেশে দারিদ্র্য কমেছেঃ বিশ্ব ব্যাঙ্ক

| | 20 Jun 2013, 01:28 pm
ঢাকা, জুন ২০: বাংলাদেশ দারিদ্র্য কমাতে অসাধারণ অগ্রগতি হয়েছে ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে, জানায় বিশ্ব ব্যাঙ্ক বৃহস্পতিবার তার এক রিপোর্টে।

 দেশে এক দশকে দরিদ্র মানুষের সংখ্যা অচপল এবং ক্রমাগত কমে - ২০০০এ ৬৩ লক্ষ থেকে ২০১০এ সেই সংখ্যা কমে দাঁড়ায় ৪৭ লক্ষে।

 
বিশ্ব ব্যাঙ্ক বলে জনসংখ্যা ক্রমবর্ধমান হলেও, গরীব মানুষের সংখ্যা ১০ বছরে ২৬ শতাংশ করেছে।
 
প্রতি বছরে দারিদ্র্য ১.৭ শতাংশ পয়েন্টস করে কমেছে।