Finance

নওয়াব চাটগাঁ রেস্টুরেন্টে ছাড় পাবেন রবি গ্রাহকরা
রবির ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের এই বিশেষ সুবিধা প্রদান করতে সম্প্রতি রেস্টুরেন্টটির সাথে একটি চুক্তি সই করেছে অপারেটরটি।
এ চুক্তির ফলে রবি গ্রাহকরা রেস্টুরেন্টটিতে ১০ শতাংশ ছাড় (৫০০ টাকার বেশি বিলের ক্ষেত্রে) উপভোগ করতে পারবেন। রাজধানীর গুলশানে অবস্থিত নওয়াব চাটগাঁ রেস্টুরেন্ট থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহক ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে তার নিজের অবস্থান জানতে পারবেন।
রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক এর জেনারেল ম্যানেজার তওফিক ইমাম এবং নওয়াব চাটগাঁ’র ম্যানেজিং পার্টনার মোহাম্মদ শহীদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় নওয়াব চাটগাঁ’র পার্টনার মো. ওয়াসিউদ্দিন, মিসেস এলিটা করিম ও ম্যানেজার অপারেশনস মিসেস ইফাত এবং রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক এর ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন।