Finance

লবণের দাম স্বাভাবিক হবে, জানালেন মন্ত্রী

লবণের দাম স্বাভাবিক হবে, জানালেন মন্ত্রী

| | 15 Sep 2016, 02:54 pm
ঢাকা, সেপ্টেম্বর ১৫- দেশের মানুষকে স্বস্তি দিয়ে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন যে খুব শিগগিরই লবণের দাম স্বাভাবিক হবে।


উনি জানিয়েছেন যে দেড় লাখ টন লবণ আমদানি করেছে সরকার।

 

মন্ত্রী জানান আগামী দিনে এক লাখ টন আরও আমদানি করা হবে।


" লবণ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আগে থেকেই প্রচেষ্টা ছিল," উনি সাংবাদিকদের জানান।

 

কাঁচা চামড়া সংরক্ষণের প্রয়োজনীয় উপাদান লবণের দাম গত কিছু দিন ধরেই বেড়ে গেছে।

 

কোরবানির সময় ৭৪ কে লবণের বস্তার দাম এইবার পৌঁছেছে ১৩০০ টাকায়।

 

দেশের মানুষকে স্বস্তি দেওয়ার আশা দিয়ে, আহমেদ বলেছেনঃ "এক লাখ টন যদি দেশে এসে পৌঁছায় তবে আমার মনে হয় লবণের দাম একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

 

Image: Wikimedia Commons