Finance

যৌথ উদ্যোগে জাপানি বস্ত্র সংস্থা পা রাখছে বাংলাদেশে

যৌথ উদ্যোগে জাপানি বস্ত্র সংস্থা পা রাখছে বাংলাদেশে

| | 13 Jun 2013, 01:16 pm
ঢাকাঃ বাংলাদেশের দ্রুত বর্দ্ধমান মধ্যবিত্ত শ্রেনীর বাজার দখলের লক্ষ্যে জাপানের পোষাক সংস্থা, ইউনিক্লো এ'দেশে তাদের বিপনী খুলতে চলেছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের গ্রামীন হেলথকেয়ারের সঙ্গে যৌথ উদ্যোগে ইউনিক্লোর অভিভাবক সংস্থা ফাস্ট রিটেলিং ঢাকায় দু'টি আউটলেট খুলবে বলে জানা গেছে।

 খুচরো ব্যবসায়ে কোনও বৃহৎ বহুজাতিকের বিপনী এই প্রথম খুলবে বাংলাদেশে। 

 
বহু লক্ষ গরীব মানুষের পাশাপাশি গত একদশক ধরে বার্ষিক ছয় শতাংশ করে অর্থনৈতিক অগ্রগতির ফলে বাংলাদেশে এখন তিন কোটি মধ্যবিত্ত মানুষের বাস, সংখ্যার দিক দিয়ে যা এশিয়ায় অন্যতম বৃহৎ । 
 
"এই ধরনের বহু বিপনী-শৃংখল তৈরির লক্ষ্যে এটি প্রথম পদক্ষেপ। স্থানীয়দের জন্য স্থানীয়দের হাতে তৈরি এই পোষাক যেমন উঁচু মানের এবং আরামদায়ক হবে, তেমনি দামের দিক দিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে," গ্রামীন ইউনিক্লো একটি বিবৃতিতে জানিয়েছে। 
 
ইউনিক্লো দু\'হাজার দশ সালেই জানিয়েছিল তারা ইউনুসের সংস্থার সঙ্গে বাংলাদেশে পোষাক তৈরি করবে। বর্তমানে বাংলাদেশের  গরিব মহিলারা  এই পোষাকগুলিই তাঁদের হাতে তৈরি করে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেন।