Finance

ঘরে বসে আয়বর্ধনমূলক কাজের মাধ্যমে নারীদের সাবলম্বী করবার জন্য উদ্যোগী বাংলাদেশ সরকার

ঘরে বসে আয়বর্ধনমূলক কাজের মাধ্যমে নারীদের সাবলম্বী করবার জন্য উদ্যোগী বাংলাদেশ সরকার

| | 30 Apr 2017, 12:38 pm
ঢাকা, এপ্রিল ৩০ঃ খুশির খবর দিয়ে বাংলাদেশের মানুষকে, শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী জানিয়েছেন যে ঘরে বসেই বিভিন্ন আয়বর্ধনমূলক কাজের মাধ্যমে নারীদের সাবলম্বী করবার জন্য ওনার সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

আইজিএ (ইনকাম জেনারেটিং অ্যাকটিভিটিজ) নামে নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশের নারীদের স্বনির্ভর করে তোলবার বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।

 

"শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই দুই কোটি নারীকে ঘরে বসেই বাইরের কাজ করার মাধ্যমে সাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে," হনিবার এক অনুষ্ঠানে মন্ত্রী এই কথাগুলি বলেন।

 

দেশের পুরুষদের উদ্দেশ্যে  উনি বলেন তারা যেন নারীদের প্রতি শ্রদ্ধাশীল হন।

 

নারী নির্যাতন এবং বাল্য বিবাহ বন্ধ করতেও উনি আহ্বান জানান।

 

উনি পুরুষদের  উদ্দেশ্যে  বলেন তারা যেন দেশের নারীদের এগিয়ে যেতে দেন।

Image: Wikimedia Commons