Finance

ঢাকা ঘুরে গেলেন জে পি মর্গানের প্রতিনিধিদল

ঢাকা ঘুরে গেলেন জে পি মর্গানের প্রতিনিধিদল

| | 19 Jun 2013, 01:35 pm
ঢাকা, জুন ১৯ ঃ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে রাজধানীতে ঘুরে গেল আমেরিকান বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান জে পি মর্গানের এক দুই-সদস্যের প্রতিনিধিদল।

 জে পি মর্গান চেজ ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট স্টিফেন ফিলপটস এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট রৌশানা বড্রে এই উদ্দেশ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্যদের সঙ্গে গতকাল একটি বৈঠক করেন।  

 
জে পি মর্গানের স্থানীয় বিনিয়োগ সহযোগী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজাকশন ব্যাংকিং-এর ডিরেকটর সাইমন কাইটও প্রতিনিধিদের সঙ্গে ছিলেন। 
 
ডি এস ই\'র প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, ভাইস-প্রেসিডেন্ট মিজানুর রহমান খান এবং চিফ একজিকিউটিভ অফিসার স্বপন কুমার বালা ওই বৈঠকে অংশ নেন। 
পরে ডি এস ই-র প্রেসিডেন্ট জানান, জে পি মর্গানের প্রতিনিধিদলকে তাঁরা এ দেশের স্টক মার্কেটে বিনিয়োগের সুযোগের কথা জানিয়েছেন।