Finance

No praise for TCB Onions

No praise for TCB Onions

Bangladesh Live News | @banglalivenews | 24 Dec 2019, 08:31 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৪ : সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রয় করা মিশরীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা নির্ধারণ করলেও আগের মত ক্রেতাদের ভীড় জমছে না।

রোববার প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হলেও সোমবার থেকে রাজধানীর বিভিন্ন স্পটে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

দাম কমার কারণে ক্রেতা সমাগম কিঞ্চিত বেড়েছে। তবে পেঁয়াজ মজুতের তুলনায় ক্রেতাসংখ্যা যথেষ্ট কম। ক্রেতারা দাম আরও কমার অপেক্ষায় রয়েছেন বলে জানা যায়। এদিকে জাহাজে করে হাজার হাজার টন পিয়াজ আসতে থাকায় এবং পিয়াজ পচনশীল হওয়ায় সরকার দ্রুত পিয়াজ আগ্রহী।


সোমবার সচিবালয়ের গলিতে টিসিবির ট্রাকের সামনে পেঁয়াজ কিনতে আসা ক্রেতাদের ভিড় দেখা যায়নি।

ট্রাক পেঁয়াজবোঝাই হলেও ক্রেতা ছিল সামান্য সংখ্যক।  ৩৫ টাকা কেজি দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনে নেন একজন। বিএলএন-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, মিশরীয় পেঁয়াজের স্বাদ খারাপ না, ভালোই।


রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে দেশীয় পেঁয়াজের আমদানী বাড়ায় মিশরীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে। বর্তমানে দেশীয় পেঁয়াজ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।