Finance

চালু হল সিটিসেল

চালু হল সিটিসেল

| | 06 Nov 2016, 12:04 pm
ঢাকা, নভেম্বর ৬- একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম আবার আজ থেকে চালু করা হয়েছে।

আদালতের নির্দেশের ফলে তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

 

তারপরেই, আজ সিটিসেলের কার্যক্রম চালু হয়।

 


১৭ দিন ধরে বন্ধ ছিল দেশের এই পুরনো   মোবাইল ফোন অপারেটের কার্যক্রম।

 


আদালত বৃহস্পতিবার তরঙ্গ অবিলম্বে পুনর্বহাল করবার জন্য নির্দেশ দিয়েছিল।

 


এই নির্দেশ দেওয়া হয়েছিল বিটিআরসিকে।

 


কিছুদিন আগে, একটি অধ্যায়ের শেষ করে আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মুঠোফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেয়।

 

সিটিসেল এই দেশের প্রথম মুঠোফোন অপারেটর।

 


সরকার থেকে জানানো হয়ে যে বিটিআরসির বকেয়া পরিশোধ না করার ফলে  টেলিযোগাযোগ আইনের ৫৫(৩) ধারার ক্ষমতাবলে সিটিসেলের তরঙ্গ বরাদ্ধ স্থগিত করে দেওয়া হয়েছিল।