Finance

এখন কমবে না জ্বালানি তেলের দামঃ হাসিনা

এখন কমবে না জ্বালানি তেলের দামঃ হাসিনা

| | 17 Feb 2016, 11:49 am
ঢাকা, ফেব্রুয়ারি ১৭- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জানিয়েছেন যে দেশে জ্বালানি তেলের দাম এই মুহূর্তে কমবে না।

উনি আর জানিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ধার-দেনা শোধ হলে তবেই কমবে তেলের দাম।

 

সংসদে একটি প্রশ্নের জবাবে হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

হাসিনা বলেন যে এই মুহূর্তে ভর্তুকির মাধ্যমে  জ্বালানি তেল বিক্রি করতে গিয়ে বিপিসির ঋণের ১৫-১৬ হাজার কোটি টাকা শোধ করা  বাকি আছে।

 

"যখন বিশ্ববাজারে ডিজেলের দাম অতিরিক্ত ছিল, তখন আমরা সাবসিডি দিয়ে ডিজেল বিক্রি করেছি। যার ফলে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের হাজার হাজার কোটি টাকা লোন হয়ে গেছে," হাসিনা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন এই মুহূর্তে কিছুটা সাশ্রয় করছে সরকার।

 

"ধার দেনা শোধ করার পরে প্রয়োজন হলে আমরা দাম কমাব," উনি বলেন।