Finance

চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে স্বদেশ ট্যাব বিতরণ করল রবি

চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে স্বদেশ ট্যাব বিতরণ করল রবি

| | 30 Aug 2016, 12:25 pm
ঢাকা, আগস্ট ৩০- কর্পোরেট দায়বদ্ধতার আওতায় চট্টগ্রামের জাতীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ১০০টি ‘স্বদেশ’ ট্যাব ও শিক্ষকদের জন্য ‘দোয়েল’ ব্র্যান্ডের ল্যাপটপ বিতরণ করেছে রবি।

শিক্ষার্থীদের হাতে ডিজিটাল শিক্ষা উপকরণ পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বদেশ ট্যাবগুলোতে প্রয়োজনীয় সফটওয়্যার ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষা উপকরণ ইন্সটল করা আছে।

 

ডিজিটাল শিক্ষা উপকরণের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণীতে পাঠদান করেন এমন শিক্ষকদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করবে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টিএসএসএল)।

 

বিদ্যালয়টির প্রধান শিক্ষকের হাতে ট্যাবগুলো হস্তান্তর করেন রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।

 

কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচির আওতায় পাঠ্য বইয়ের প্রিন্ট কপির পরিবর্তে জাতীয় পাঠ্যক্রম সম্বলিত ডিজিটাল ভার্সন চালু করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে এ উদ্যোগ নিয়েছে রবি। আগামী বছরগুলোতে ক্রমান্বয়ে পরবর্তী শ্রেণীগুলোর জন্যও ডিজিটাল পাঠ্যক্রম চালু করা হবে।

 

সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে ‘স্বদেশ’ ব্র্যান্ড নামে ট্যাবগুলো তৈরি করেছে টিএসএসএল।

 

ট্যাব ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে রবি’র মিডিয়া রিলেশনস’র ম্যানেজার আশিকুর রহমান, কর্পোরেট রেস্পন্সিবিলিটি’র ম্যনেজার নাদিয়া খন্দকার ও শফিকুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।