Finance

Officials launch campaign to prevent increase of onion price during Ramadan month

Officials launch campaign to prevent increase of onion price during Ramadan month

Bangladesh Live News | @banglalivenews | 07 May 2018, 11:50 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ৮: রোজার আগেই বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর পেঁয়াজের পাইকারি বাজার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-এর সদস্যরা তাদের সংগে ছিলেন।


বাজারে এখন প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা এবং আমদানি পেঁয়াজের দাম ৩০-৩৮ টাকা। গত সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ছিল ৩২ থেকে ৩৫ টাকা আর আমদানি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা।


সোমবার পুরান ঢাকার শ্যামবাজরে পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

 

এখন থেকে পাইকারি বাজারে পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হলো তা বস্তার গায়ে লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

 

বাজারের ব্যবসায়ীদের ডেকে এ বিষয়ে সতর্ক করা হয় যেন তারা ভোক্তা অধিকার ক্ষুণ না করেন। যারা অনৈতিকভাবে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিনে খুচরা বাজারে পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

 

তাই রাজধানীর পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালানো হয়েছে।

প্রথমদিন শ্যামবাজরের পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তাদেরকে পেঁয়াজের বস্তায় দাম লিখতে বলা হয়েছে। অর্থাৎ পাইকারি বাজারে পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হয়েছে তা বস্তার গায়ে লিখতে হবে।

 

বস্তায় মূল্য লেখা থাকলে হঠাৎ করে ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না। খুচরা ব্যবসায়ীরাও অতিরিক্ত মূল্য ধার্য করতে ভয় পাবে।


পাইকারি ব্যবসায়ীরা বলছেন; সরবরাহ কম থাকায় হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে।

 

এছাড়া বন্দর ও আমদানিকারকরা দাম বেশি রাখছে।

 

ব্যবসায়ীরা বলছেন, আমদানি মূল্য বেশি, চাহিদার তুলনায় সরবরাহ কম এরকম নানান অজুহাতে আড়ৎ ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

 

যার কারণে খুচরাও দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ বেশি থাকা সত্ত্বেও বেশি দামে বিক্রি করছে বিক্রেতারা।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, এবার পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই।

 

তবে, আসছে পবিত্র মাস রমজান। রোজা এলেই এক শ্রেণির অসাধু মুনাফালোভী মজুতদার ও ব্যবসায়ীরা কৌশলে পণ্যের দাম বাড়ায়।

 

এ সময় ইফতার সামগ্রী তৈরিতে পিয়াজের চাহিদা বাড়ে। সরকারও প্রতিবছর বাজার নিয়ন্ত্রেণে ব্যবস্থা নেন।

 

Image: Wikimedia Commons