Finance

আন্তর্জাতিক টেন্ডার জুনের শেষেঃ হাসিনা

আন্তর্জাতিক টেন্ডার জুনের শেষেঃ হাসিনা

| | 09 Jun 2013, 02:25 am
ঢাকা, জুন ৮: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেন আওয়ামী লীগ সরকার জুনের শেষে একটি আন্তর্জাতিক টেন্ডার ছাড়বেন পদ্মা সেতুর প্রধান পরিকাঠামো গড়ার জন্যে।

 "আমরা আমাদের নিজেদের টাকা দিয়েই সেতুটি নির্মাণ করবো," হাসিনা বলেন।

 
 হাসিনা শনিবার গণভবনে শরিয়াতপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
 
"আমরা আমাদের মেয়াদের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করে দেব। যদি আমরা আবার ক্ষমতায় ফিরি তাহলে পরবর্তী মেয়াদকালের মধ্যেই আমরা এই প্রকল্পের কাজ শেষ করবো," তিনি বলেন।
 
২০১৩-১৪র বাজেট সম্বন্ধে হাসিনা বলেনঃ "আমরা এই বাজেট পেশ করেছি মানুষের জীবনের মান উন্নত করতে।"
 
"আমরা রাজস্ব বাড়িয়ে দেশের উন্নতি করতে চাই," তিনি বলেন।
 
বাংলাদেশের অর্থমন্ত্রী এএমএ মুহীথ বৃহস্পতিবার জাতীয় সংসদে ৳ ২২২,৪৯১ বাজেট প্রস্তাব পেশ করেন ২০১৩-১৪র জন্যে।
 
এই বাজেটটি আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট।
 
আজকের অধিবেশন শুরু হয় দুপুর তিনটের সময়। বিরোধীদল বিএনপির সাংসদেরা এই অধিবেশনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন।
 
"চার বছরের আগ্রগতি-বাংলাদেশ এগিয়ে চলছে" শীর্ষক বাজেট ভাষণ একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা সহ পেশ করা হয় দুপুর তিনটে পনেরো নাগাদ।
 
 এই বাজেট বর্তমান অর্থবছরের থেকে ১৬ শতাংশ বেশী।
 
বাজেটে রাজস্ব টার্গেট ৳ ১,৬৭,৪৫৯ কোটি নির্ধারণ করা হয়েছে; বাজেট ঘাটতি ৳ ৫৫,০৩২ কোটি হবে, যা গ্রস ডোমেস্টিক উত্পাদনের ৪.৪৬ শতাংশ।
 
 রাজস্ব টাকা থেকে ৳ ১,৩৬,০৯০ কোটি এনবিআর কর রাজস্ব থেকে বলে আশা করা হচ্ছে, ৳ ৫,১২৯ কোটি হল নন-এনবিআর কর রাজস্ব ও ৳ ২৬,২৪০ কোটি নন-কর রাজস্ব থেকে আশা করে সরকার।
 
সরকার বৈদেশিক অনুদান ৳ ৬,৬৭০ কোটি প্রত্যাশা করে।