Finance

People won't need to pay tax if annual income is less than 3 lakhs

People won't need to pay tax if annual income is less than 3 lakhs

Bangladsh Live News | @banglalivenews | 12 Jun 2020, 08:45 am
ঢাকা, জুন ১২ : প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে।

২০২০-২১ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে। বার্ষিক আয় ৩ লাখ টাকা হলে কর দিতে হবে না। চলতি বছরে এই সীমারেখা আছে আড়াই লাখ টাকা। বৃহস্পতিবার বেলা ৩টা থেকে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বাজেট বক্তৃতায় বলা হয়েছে, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা। এর পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ। এর পরের ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর দিতে হবে ১০ শতাংশ।

পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ১৫ শতাংশ। পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ২০ শতাংশ। এর বেশি আয়ের ক্ষেত্রে মোট আয়ের ওপর কর প্রস্তাব করা হয়েছে ২৫ শতাংশ।