Finance

প্রতি শনিবার ‘প্রতিবন্ধী অগ্রাধিকার দিবস’ পালন করছে রবি

প্রতি শনিবার ‘প্রতিবন্ধী অগ্রাধিকার দিবস’ পালন করছে রবি

| | 17 Jul 2016, 02:51 pm
ঢাকা, জুলাই ১৭: ভিন্নভাবে সক্ষম গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রতি শনিবার ‘প্রতিবন্ধী অগ্রাধিকার দিবস’ পালন করছে মোবাইল ফোন অপারেটর রবি।

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে রবি সেবা কেন্দ্রগুলোতে কর্মকর্তাদের এ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে অপারেটরটি।


বিশেষ এই দিনটিতে রবি সেবা কেন্দ্রে আগত ভিন্নভাবে সক্ষম গ্রাহকদের সেবা গ্রহণের জন্য লাইনে দাঁড়াতে হয় না। অন্যান্য দিনগুলোতেও তারা বিশেষ সেবা পেয়ে থাকেন। এ ধরনের গ্রাহকদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত রবি।

 


ভিন্নভাবে সক্ষম গ্রাহকদের জন্য এই বিশেষ সেবা প্রদান করতে পারাটা রবি কমকর্তাদের জন্য এক অনন্য প্রাপ্তি। সম্প্রতি চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত রবি সেবা কেন্দ্রে সেবা গ্রহণের জন্য আসেন এ ধরনের একজন গ্রাহক। তাৎক্ষনিকভাবে রবি’র একজন কর্মী প্রয়োজনীয় সেবা প্রদান করতে কাস্টমার লবিতে সেই গ্রাহকের কাছে যান।

 

রবি’র কর্মী তার হাতে একটি স্মারক উপহারও তুলে দেন। রবি’র চমৎকার এ সেবায় মুগ্ধ হয়ে রবি কর্মীকে ধন্যবাদ জানান তিনি। গ্রাহকদের আরো কাছে আসতে এ ধরনের সেবা অব্যাহত রাখতে চায় অপারেটরটি।