Finance

এম-মার্কেটিংয়ের জন্য এসএসএল ওয়্যারলেসের সাথে রবি’র চুক্তি

এম-মার্কেটিংয়ের জন্য এসএসএল ওয়্যারলেসের সাথে রবি’র চুক্তি

| | 19 Feb 2016, 01:24 pm
ঢাকা, ফেব্রুয়ারি ১৯: দেশব্যাপী কর্পোরেট ও এসএমই খাতে এসএমএস-ভিত্তিক মার্কেটিং ক্যাম্পেইন চালু করতে এসএসএল ওয়্যারলেসের সাথে একটি চুক্তি করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

 রাজধানীতে রবি কর্পোরেট অফিসে অপারেটরটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে এবং এসএসএল ওয়্যারলেসের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেছেন।

 

এসময় রবি’র ডিজিটাল সার্ভিসেসের কান্ট্রি হেড মোহাম্মদ মঞ্জুর রহমান, এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন, এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, ডিজিটাল সার্ভিসেসের জেনারেল ম্যানেজার সাবিহ আহমেদ এবং এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্ত্তী, হেড অব ইঞ্জিনিয়ারিং শাহজাদা রেদওয়ান ও সিনিয়র ম্যানেজার জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।