Finance

চট্টগ্রাম রেলস্টেশনে রবি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন

চট্টগ্রাম রেলস্টেশনে রবি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন

| | 29 Jun 2016, 12:49 pm
ঢাকা, জুন ২৯: বন্দরনগরী চট্রগ্রাম রেলস্টেশনে একটি তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। আজ, ২৮ জুন ২০১৬ (মঙ্গলবার) নগরীর রেলস্টেশটিতে তথ্যকেন্দ্রটির উদ্বোধন হয়। এখানে রবি’র পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের সেবা সম্পর্কিত তথ্যাবলীও পাওয়া যাবে।

তথ্যকেন্দ্রটি থেকে রবি’র গ্রাহকরা ইজি লোড, স্ক্র্যাচ কার্ড, ডাটা প্যাক ও ভয়েস বান্ডেল, সিম কার্ড কেনা, ভাস (ভিএএস) অ্যাক্টিভেশন ও ডিঅ্যাক্টিভেশন, নতুন ক্যাম্পেইনের প্রচারসহ অপারেটরটির নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন। এ পদক্ষেপের মাধ্যমে রবি’র বর্তমান গ্রাহকরা উপকৃত হওয়ার পাশাপাশি নতুন গ্রাহক তৈরিতেও সহায়ক হবে বলে প্রত্যাশা রবি’র।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র ইস্টার্ন ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর নাজির আহমেদ, চট্টগ্রাম মেট্রোর রিজিওনাল ম্যানেজার আশরাফ কবির এবং চট্রগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ ও স্টেশন মাস্টার মাহবুবুর রহমান।