Finance

ঢাকা নয়া দিল্লী অবধি পাওয়ার করিডোর খুলবে
ঢাকা, অগাস্ট ৩১: ঢাকা নির্ণয় নিয়েছে যে তারা একটি টেকনিকাল রিপোর্ট মঞ্জুর করবে যেখানে ভারতকে বাংলাদেশের সাথে শক্তি বিনিময় করার জন্য পাওয়ার ট্রান্সমিশন লাইন পাতার অনুমতি দেওয়া হবে।
এই লাইনটি পাতা হবে ভারতের পশ্চিমবঙ্গ ও দুটি উত্তর-পূর্ব প্রদেশের মাঝে যেটি বাংলাদশের মধ্যে দিয়ে পাস করবে।
এই লাইনটির মাধ্যমে ভারতের অরুণাচল প্রদেশে উৎপাদিত হাইড্রো-ইলেক্ট্রিসিটি পশ্চিমবঙ্গে পরিবাহিত হবে। তার বদলে বাংলাদেশকে বরাপুকুরিয়া সাব-স্টেশনের ইলেক্ট্রিসিটিতে ভাগ দিতে হবে।