Finance

\'রপ্তানি দ্রব্য বৈচিত্র আনুন\'ন ঃ ব্যবসায়ীদের শেখ হাসিনা

\'রপ্তানি দ্রব্য বৈচিত্র আনুন\'ন ঃ ব্যবসায়ীদের শেখ হাসিনা

| | 28 May 2013, 05:03 am
ঢাকা, জানুয়ারি ২ ঃ রপ্তানি দ্রব্যে বৈচিত্র এনে যাতে নতুন বাজার তৈরি করা যায় এবং আরো বিদেশি মুদ্রা

 অর্জন করা যায়, তার জন্য চেষ্টা করতে ব্যবসায়ীদের আহ্বান জানালেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

 
"গতানুগতিক রপ্তানি দ্রব্যের উপর খুব বেশি নির্ভর করবেননা," এক মাস-ব্যাপী ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার উদ্বোধন করার সময় তিনি বলেন।
 
"নতুন নতুন জায়গা খুঁজে বের করুন, যেখানে বাংলাদেশের জিনিষের বড় চাহিদা আছে," তিনি বলেন।
 
তৈরি পোষাক রপ্তানি্তে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় হলেও অন্যান্য অনেক ক্ষেত্রেই, যেমন জাহাজ নির্মান,
 
আসবাব, চট ও চটজাত দ্রব্য, কৃষি ও কৃষিজাত পণ্যের বাজারে দেশের সম্ভাবনা রয়েছে বলে প্রধান মন্ত্রী বলেন।
 
শিল্প ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুতের সংকট প্রসঙ্গে তিনি জানান মোট ৫,০০০ মেগা ওয়াট উৎপাদন ক্ষমতার ২৭ টি বিদ্যুৎ কেন্দ্র দেশে গড়ে উঠতে চলেছে।
 
এ\'ছাড়া, জুনের মধ্যেই ভারত থেকে ২৫০ মেগা ওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে বলে জানিয়ে প্রধান মন্ত্রী বলেন, একটি ১,০০০ মেগা ওয়াটের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে রাশিয়ার সাথে চুক্তি করা হবে। হাসিনা জানান, তিনটি তাপ বিদ্যুৎ প্রকল্প গড়ার পরিকল্পনাও সরকারের আছে।
 
চট শিল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক তন্তুর চাহিদা বাড়ায় সরকার দেশের বন্ধ চটকলগুলি খুলতে শুরু করেছে। 
 
প্রধান মন্ত্রী বলেন, এক সময়ে বাংলাদেশ চট এবং চটজাত দ্রব্যের জন্য বিখ্যাত ছিল, কিন্তু আগের সরকারের কিছু ভ্রান্ত নীতির ফলে সেই গৌরব এখন আর নেই।
 
বাণিজ্য মন্ত্রী জি এম কাদের বলেন,  আরো বেশি করে \'ভ্যালু অ্যাডেড\' রেডিমেড গারমেন্ট রপ্তানি করতে হবে, কেননা সারা বিশ্বে এর চাহিদা এখন খুব বেশি।
 
"এই প্রতিযোগিতার বাজারে শুধু উৎপাদন করলেই হবেনা, জিনিষের মান ঠিক রাখা আর বিপনণও সমান জরুরী," তিনি বলেন।
 
বাংলাদেশ সহ ১২ টি দেশ থেকে মোট ৩১ টি সংস্থা এই বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। প্যাভিলিয়নের সংখ্যা ৫০৬।ব্বাবাণিজ্য