Finance

ফরেক্স রিজার্ভ বাড়ল

ফরেক্স রিজার্ভ বাড়ল

| | 28 May 2013, 05:01 am
ঢাকা, জানুয়ারি ২ ঃ এক বছরে তিন বিলিয়ন ডলার বেড়ে সদ্য বিদায় নেওয়া বছরের শেষে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দাঁড়িয়েছে ১২।৭৫ বিলিয়ন ডলারে। দু\'হাজার এগার সালের ডিসেম্বরে এই রিজার্ভের পরিমান ছিল ৯।৬ বিলিয়ন ডলার।

 আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুদ্রার বিনিময় মূল্যও ২০১১ এবং ২০১২ সালের মধ্যে ২।৬ শতাংশ বেড়েছে। ফলে, আমদানি খরচ কমেছে।
টাকার গড় বিনিময় মূল্য ২০১১ সালের ডিসেম্বরে যেখানে ছিল ৮১।৮৫, সেখানে গত বছরের ডিসেম্বরে তা এসে দাঁড়িয়েছে ৭৯।৭৫-এ।

"মূলত রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় এবং আমদানি খাতে খরচ কমে যাওয়ার ফলে বৈদেশিক বিনিময় মুদ্রার ভান্ডার শক্তিশালী হয়েছে," কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভের জেনারেল ম্যানেজার সায়েদুর রহমান জানিয়েছেন। 

তিনি বলেন, বিদেশ থেকে আসা লগ্নী এবং রপ্তানি বাড়াও এর একটা কারন। 

বাংলাদেশের অন্য একটি ব্যাংকের এক অফিসার জানিয়েছেন রেমিট্যান্সের পরিমান ২০১২ সালে ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।