Finance

বিশ্ব ব্যাংক দিতে চলেছে ২০ কোটি ডলার

বিশ্ব ব্যাংক দিতে চলেছে ২০ কোটি ডলার

| | 20 Mar 2015, 04:09 am
ঢাকা, মার্চ ২০- বিশ্ব ব্যাংক জানিয়েছেন যে বাংলাদেশের গরিব মানুষকে সুদবিহীন ঋণ দিতে ২০ কোটি ডলার সুদমুক্ত ঋণ অনুমোদন করা হয়েছে।

বিশ্ব ব্যাংক  বলেছে যে দেশের ৫০ লাখ গরীব মানুষের জীবিকা উন্নয়ন করবার লক্ষ্যেই এই অনুমোদন দেওয়া হবে।

ব্যাংক জানিয়েছেন যে ‘নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্প’টি ২১টি জেলায় বাস্তবায়ন করা হবে।

এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছেন যে এই

প্রকল্পের মূল লক্ষ্য হল মানুষকে অংশীদারিত্বমূলক ব্যবসার সাহায্যে বাজারে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়াও উন্নত জীবিকার সুযোগ সৃষ্টি করা।


প্রকল্পটির দ্বারা ছোট গ্রামীণ অবকাঠমোর তৈরি করবার জন্য অর্থায়ন করা হবে, নিজের  বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক জানিয়েছে যে দশমিক ৭৫ শতাংশ সেবামাশুল সহ,৬ বছর গ্রেস পিরিয়ড নিয়ে ৩৮ বছরে এই পরিশোধ করতে হবে।