Finance

বাজেট উপস্থাপন করলেন আবুল মাল আবদুল মুহিত

বাজেট উপস্থাপন করলেন আবুল মাল আবদুল মুহিত

| | 02 Jun 2016, 08:19 am
ঢাকা, জুন ২- বৃহস্পতিবার দেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট উপস্থাপন করেছেন।

"আজকের বাজেটটিসহ আমি এ দেশের মোট ১০টি বাজেট উপস্থাপন করছি," উপস্থাপনের সময় উনি বলেছেন।

 

মুহিত বলেন বাজেট প্রস্তাব উপস্থাপন করবার বিষয়টি ওনার কাছে একটি অত্যন্ত খুশি ও গৌরবের বিষয়।

 

আসন্ন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের ফর্দ নিজের বাজেট পরিবেশনের সময় মুহিত জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন।

 

আজকের বাজেট উপস্থাপনের সময় সংসদের অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

 


অর্থমন্ত্রী বলেন ওনার বাজেট প্রস্তাবে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা।

 

বাজেটে, ব্যক্তিশ্রেণির ন্যূনতম করমুক্ত আয়ের সীমা গত অর্থবছরের মতো এবারও এক রেখেছে সরকার।

 

অর্থমন্ত্রী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পর্যটন খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।