Finance

সমস্ত রুটে ভুটানের জন্য ট্রানজিটঃ বাংলাদেশ

সমস্ত রুটে ভুটানের জন্য ট্রানজিটঃ বাংলাদেশ

| | 28 May 2013, 05:18 am
ঢাকা, মার্চ ২৩: বাংলাদেশ রাজি হয়েছে ভুটানকে একটি ট্রানজিট সুবিধা প্রদান করতে রেল, নদী, বায়ু ও সড়ক রুটের মাধ্যমে, জানান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।

 তিনি জানান দুই দেশ এই বছরেই এ-বিষয়ে একটি চুক্তিস্বাক্ষর করবে।

 
"এইবার এটি একটি স্থায়ী ট্রানজিট চুক্তি হবে। আগের চুক্তিটি ২০০০ সালে শেষ হয়ে যায় ও নিয়মানুসারে আমাদের কাছে নবায়ন করার অনুমতি ছিল না," জানান আহমেদ।
 
এই মুহূর্তে ভূটান বাংলাদেশের সাথে বাণিজ্য করে দুটি ভূমি বন্দরের মাধ্যমে - বুড়িমারি ও তমবিল। 
 
চুক্তি স্বাক্ষর হবার পর ভূটান আরো দুটি ভূমি বন্দর - নাকুগাঁও ও হালুয়াঘাট - ব্যাবহার করতে পারবে।
 
চুক্তি স্বাক্ষরের পর ভূটান বাংলাদেশের সামুদ্রিক বন্দর - চট্টগ্রাম ও মঙ্গলাও ব্যাবহার করতে পারবে দুটি নদীপথের মাধ্যমে, জানান আহমেদ।
 
 প্রথম রুটটি হবে চট্টগ্রাম থেকে চাঁদপুর, মাওয়া, অরিছা, সিরাজগঞ্জ ও চিলমারি হয়ে লালমণিরহাটের দাইখাওয়া পর্যন্ত।
 
দ্বিতীয়টি হবে মঙ্গলা থেকে কৈখালী, বরিশাল, চাঁদপুর, মাওয়া, অরিছা, সিরাজগঞ্জ ও চিলমারি হয়ে লালমণিরহাটের দাইখাওয়া পর্যন্ত।
 
ভুটানকে সৈয়দপুর বিমানবন্দরও ব্যাবহার করার অনুমতি দেওয়া হতে পারে, বলেন আহমেদ।