Finance

সরকার ট্যাক্সি ভাড়া নিয়ে আবার চিন্তা করতে পারে

সরকার ট্যাক্সি ভাড়া নিয়ে আবার চিন্তা করতে পারে

| | 19 Apr 2014, 03:24 am
ঢাকা, এপ্রিল ১৯: অতিরিক্ত ট্যাক্সি ভাড়া নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে বাংলাদেশ সরকার এই বিষয়ে আবার পর্যালোচনা করতে পারে।

 ঢাকায় \'নিটল-নিলয় ঢাকা মোটর প্রদর্শনী-২০১৪\' এর উদ্বোধন অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান ট্যাক্সি ভাড়া আবার পরিবর্তন করা হবে যদি মানুষ চান।

 
"আমরা আগে দেখতে চাই মানুষ এই নতুন ট্যাক্সি ভাড়া নিয়ে কি ভাবছেন। যদি তারা এই নতুন ভাড়া মানতে না চান, তাহলে আমাদের আবার করে ভাড়া নির্দিষ্ট করতে হবে," কাদের বলেন।
 
"আমরা বাংলাদেশের মানুষদের কষ্ট বা আঘাত নিয়ে কোন কাজ করতে চাই না। ৳ ১০০-তে স্থির করা সর্বনিম্ন ভাড়া আরো কমাতে আমাদের কোন অসুবিধা নেই। আওয়ামী লীগ সরকারের কাছে জনস্বার্থ সবার আগে," তিনি বলেন।
 
কাদের এই ভাড়া বৃদ্ধি সম্পর্কে বলেনঃ "আপনারা উন্নতমানের ও সুরক্ষিত যানে চড়তে পারবেন। তাহলে একটু বেশি ভাড়া দিতে আপত্তি কোথায়?"