Finance

ইতিবাচক ট্রেন্ড দেখা গেল স্টক এক্সচেঞ্জে
ঢাকা, জুন ২: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সকালে এক ইতিবাচক ট্রেন্ড লক্ষ্য করা যায়।
ডিএসই বেঞ্চমার্ক ইনডেক্স ডিসেক্স ২৬.৮৭ পয়েন্ট বা ০.৬০ শতাংশ অর্জন করে ৪৪৭৫.৪৫ এ পৌঁছয় সকাল সাড়ে এগারোটা নাগাদ।
সেই পর্যন্ত যত ব্যবসা হয়েছে, তার মধ্যে ১১৯টি লাভ করেছে, ৬০টির দাম পড়ে গেছে এবং ৩৭টি অপরিবর্তিত রয়ে গেছে।
সিএসই বেঞ্চমার্ক ইনডেক্স সিএসসিএক্স ৪০.৩৯ পয়েন্ট অর্জন করে ৮৫০৮.৬০ এ পৌঁছয় সকাল সাড়ে এগারোটা নাগাদ।
সেই পর্যন্ত যত ব্যবসা হয়েছে, তার মধ্যে ৪৯টি লাভ করেছে, ৪৩টির দাম পড়ে গেছে এবং ১৪টি অপরিবর্তিত রয়ে গেছে।