Finance

 বিশ্ব ব্যাংকের থেকে বাংলাদেশ ১১০ কোটি ডলার ঋণ পাবে

বিশ্ব ব্যাংকের থেকে বাংলাদেশ ১১০ কোটি ডলার ঋণ পাবে

| | 17 Dec 2014, 01:01 pm
ঢাকা, ডিসেম্বর ১৭- বুধবার বিশ্বব্যাংক জানিয়েছে যে তারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র নির্মাণ ও শিশুদের পুষ্টি নিশ্চিত করবার জন্য এই এশিয় দেশটিকে ১১০ কোটি ডলার ঋণ দেবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছেন যে এই প্রকল্পের দ্বারা দেশের তিন কোটি ৬০ লাখ মানুষ উপকৃত হবেন।

 

বিশ্বব্যাংক জানিয়েছে যে বাংলাদেশ তৃতীয় প্রাইমারি শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৩) অতিরিক্ত ৪০ কোটি ডলার, দুর্যোগকালীন বহুমুখি আশ্রয় কেন্দ্র প্রকল্পে ক্ষেত্রে ৩৭ কোটি ৫০ লাখ ডলার ও দরিদ্র জনগোষ্ঠীর আয় সহায়তা কর্মসূচির আওতায় আরো ৩০ কোটি ডলার পেতে চলেছে।

 

গ্রেস পিরিয়ড ছয় বছর নিয়ে মোট ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

 

তবে দশমিক ৭৫ শতাংশ। হারে সার্ভিস চার্জও প্রযোজ্য হবে।

 

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের আবাসিক পরিচালক ইয়োহানেস জাট বলেছেন যে এই তিনটি কর্মসূচি বিশ্বব্যাংকের জন্য বেশ গুরত্বপূর্ণ কারণ এইগুলির দ্বারা দেশের দরিদ্র মানুষেরা তাদের জীবনমান উন্নয়ন করবার জন্য বিশাল সুযোগ পেতে পারে।