Finance

 ব্যবসার পরিবেশে পিছিয়ে গেল বাংলাদেশ

ব্যবসার পরিবেশে পিছিয়ে গেল বাংলাদেশ

| | 28 Oct 2015, 09:59 am
নিউ ইয়র্ক, অক্টোবর ২৮- সোমবার বিচারে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের প্রকাশ করা ব্যবসা পরিবেশের সূচকে বাংলাদেশ দুই ধাপ নেমেছে।

এই তথ্যটি ‘ডুয়িং বিজনেস ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে পেশ করা হয়েছে।

 

মোট ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের দাঁড়িয়ে আছে ১৭৪।

 

এই সূচক তৈরি করা হয়েছে দশটি মাপকাঠি মাথায় রেখে।

 

সূচকে বাংলাদেশে পয়েন্ট বেড়ে এই বছর ৪২.৭১ থেকে ৪৩.১০ তে দাঁড়িয়েছে।


তবে, সূচকে অবস্থানে নিচে নেমেছে বাংলাদেশ।

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সব থেকে উপরে দাঁড়িয়ে আছে ভূটান (৭১)।

 

সূচকে ভারত (১৩০), শ্রীলঙ্কা (১০৭), মালদ্বীপ (১২৮), নেপাল (৯৯), পাকিস্তান (১৩৮), আফঘানিস্তান (১৭৭) দাঁড়িয়ে আছেন।