Finance

"বিদ্যুতের দাম বাড়লেও তা বোঝা হবে না"

| | 03 Feb 2015, 02:49 pm
ঢাকা, ফেব্রুয়ারি ৩- দাম বাড়ানোর হাল্কা ইঙ্গিত দিয়ে, মঙ্গলবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন যে বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হলে তা দেশের মানুষের কাছে বোঝা হবে না।

দেশের জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বের সময় হামিদ এই মন্তব্যটি করেছেন।

 

উনি আরও বলেছেন যে এই পদক্ষেপটি নিলে সরকারের \'ভর্তুকির পরিমাণ\' কমবে।

 

এই বিষয় নুর-ই-হাসনা লিলি চৌধুরীর করা একটি প্রশ্নের জবাবেই হামিদ এই কথাগুলি বলেছেন।

 

হামিদ বলেছেন যে সরকার জনস্বার্থ বিবেচনা করেই বিদ্যুতের দামটি নির্ধারণ করে ও এখন বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানি দাম বাড়ানোর জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে তাদের প্রস্তাব দিয়ে রেখেছেন।