Muktijudho

কাশেমের মামলা এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এ

কাশেমের মামলা এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এ

| | 30 Sep 2013, 06:24 am
ঢাকা, সেপ্টেম্বর ৩০: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার জামাত-এ-ইসলামী নেতা মির কাশেম আলীর যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এ স্থানান্তর করে।

 ট্রাইব্যুনাল-১ জানায় যে ট্রাইব্যুনাল-২এ এখন অনেক কম মামলার শুনানি চলছে।

 
 "তাই দ্রুত ট্রায়ালের জন্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন, ১৯৭৩র ১১ (এ) ধারা মেনে হস্তান্তরিত করা হল," বলেন মুখ্য বিচারক জাস্টিস এটিএম ফাজলে কবির। 
 
সেপ্টেম্বর ৫এ মির কাশেম আলীকে ১৯৭১এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় করা ১৪টি মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় দোষী ঘোষণা করা হয়। 
 
জামাতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাশেম মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে আটজন বাঙালিকে হত্যা করেন ও ২৭জনের ওপর অত্যাচার করেন, জানায় ট্রাইব্যুনাল।
 
তাঁর বিরুদ্ধে অত্যাচার, অপহরণ, জোরপূর্বক আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগও প্রমাণিত হয়।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জানায় সেপ্টেম্বর ৩০ থেকে কাশেমের বিরুদ্ধে বিচারকার্য শুরু হবে।