Muktijudho

কাদেরের আবেদনের ওপর রায় কাল
ঢাকা, সেপ্টেম্বর ১৬: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার জানায় জামাত নেতা আবদুল কাদের মোল্লার দায়ের করা দুটি আবেদনের ওপর রায় শোনানো হবে মঙ্গলবার।
মোল্লা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর শোনানো যাবজ্জীবনের সাজার বিরুদ্ধে আবেদন করেছেন।
মোল্লাকে জুলাই ১৩, ২০১০-এ গ্রেফতারিত ঘোষণা করা হয় ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ৩৪৫ মানুষ খুন করার অভিযোগে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ফেব্রুয়ারি ৫ তারিখে জামাতের সহকারী মহাসচিব মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে।
৬৫ বর্ষীয় নেতাকে পাঁচটি যুদ্ধকালীন অপরাধমূলক মামলায় দোষী পাওয়া যায়।