Muktijudho

আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের উৎখাত করবেঃ জয়

আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের উৎখাত করবেঃ জয়

| | 17 Sep 2013, 01:08 am
ঢাকা, সেপ্টেম্বর ১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সাজেব ওয়াজেদ জয় সোমবার বলেন আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের মূল থেকে উৎখাত করবে যদি তাঁরা আবার ক্ষমতায় আসেন।
"বিরোধী নেত্রী ঘোষণা করেছেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবে। আমরা তা করব না। তাই আমাদের ভোট দিন," জয় বলেন।
 
"আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা যুদ্ধাপরাধীদের মূল থেকে উৎখাত করব ... সে যা হয় হোক। আমরা কোন রাজাকরদের ক্ষমা করব না," তিনি বলেন।
 
"আগামী নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয় ... এটি মুক্তিযুদ্ধে দোষীদের সাথে আমাদের শেষ সংগ্রাম হবে," তিনি বলেন।
 
 হাসিনা সোমবার বলেন যে বাংলাদেশে একটি গোষ্ঠী উদ্যত হয়েছে আওয়ামী লীগ সরকারের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য।
 
বিএনপির নাম উল্লেখ না করেই তিনি বলেনঃ "এই গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। মানুষকে আমি অনুরোধ করছি এদের থেকে সাবধান থাকতে।"
 
"শুধুমাত্র আওয়ামী লীগই সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করে ... আজ থেকে নয়, যবে থেকে সংবিধান লেখা হয়েছে তবে থেকে," তিনি বলেন।
 
হাসিনা সেপ্টেম্বর ১০এ বলেন বিএনপি ও জামাত ধর্মের নামে মানুষকে বিপথে চালিত করেছে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে।
 
"এখন মানুষ বুঝতে পেরেছেন যে তাদের বিএনপি ও জামাতের প্রচার দ্বারা বিপথে চালিত করা হয়েছে," হাসিনা বলেন। 
 
"বিএনপি ও জামাত ধর্মের নামে প্রচারে বিশেষজ্ঞ। তাই আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে গিয়েছিলাম। কিন্তু এখন মানুষ তাদের মানসিকতা পরিবর্তন করেছে," হাসিনা বলেন।