Muktijudho

সয়েদির শুনানি মুলতুবি করা হল নভেম্বর ১২ পর্যন্ত

সয়েদির শুনানি মুলতুবি করা হল নভেম্বর ১২ পর্যন্ত

| | 08 Oct 2013, 06:27 am
ঢাকা, অক্টোবর ৮: সুপ্রিম কোর্ট মঙ্গলবার জামাত-এ-ইসলামীর নায়েব-এ-আমির, যুদ্ধাপরাধী দিলাওয়ার হোসেন সয়েদির দায়ের করা একটি আপীলের শুনানি নভেম্বর ১২ পর্যন্ত মুলতুবি করে।

 এই নির্ণয় নেওয়া হয় কারণ অক্টোবর ১১ থেকে ২৪ দিনের জন্য দুর্গা পূজা ও ঈদ-উল-আযহা কারণে কোর্ট বন্ধ থাকবে।   

 
সয়েদি তাঁকে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপীল করেছেন।
 
ফেব্রুয়ারি ২৮এ ঢাকায় একটি ট্রাইব্যুনাল সয়েদিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের শাস্তিস্বরূপ প্রাণদণ্ড দেয়।
 
৭৩ বৎসরের সয়েদিকে ফাঁসির সাজা শোনান হয় আটটি যুদ্ধকালীন অপরাধের জন্যে।
 
তিন সদস্যের ট্রাইব্যুনাল জানায় সয়েদির বিরুদ্ধে আনা কুড়িটির মধ্যে আটটি অপরাধ প্রমাণিত হয়ে গেছে।
 
তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুটি মামলায় যেটি দায়ের করা হয় ইব্রাহিম কুট্টি ও বিশা বালির খুনের পরে। 
 
ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে সয়েদি উঠে দাঁড়ায় ও জজদের দোষারোপ করে বলেন যে তাঁরা এই রায় \'মন থেকে\' দেন নি।
 
তিনি বলেন জজেরা শাহবাগের \'কিছু নাস্তিকদের চাপে পড়ে\' এই রায় দিচ্ছেন।
 
কিন্তু বিচারকক্ষে উপস্থিত অনেকে সয়েদিকে এই বলে চুপ করিয়ে দেয় যে তিনি \'প্রমাণিত রাজাকর\'।
 
সয়েদিকে পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 
 
জামাতের হয়ে নির্বাচিত প্রাক্তন সাংসদ সয়েদির বিরুদ্ধে ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় করা লুটপাট, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও জোরপূর্বক ধর্মান্তর সহ ১৯টি চার্জ লাগানো হয়েছিল।
 
জামাতের উপ-সভাপতি সয়েদিকে অক্টোবর ৪, ২০১২তে অভিযুক্ত ঘোষণা করা হয়।