Muktijudho

মুক্তিযুদ্ধঃ জুলাই ১৪এ ইউসুফের শুনানি

মুক্তিযুদ্ধঃ জুলাই ১৪এ ইউসুফের শুনানি

| | 05 Jul 2013, 01:18 am
ঢাকা, জুলাই ৪: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার জানায় যে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে অভিযুক্ত জামাত-এ-ইসলামী নেতা একেএম ইউসুফের বিরুদ্ধে আনা সব চার্জের শুনানি হবে জুলাই ১৪এ।

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় ইউসুফের জন্যে ট্রাইব্যুনালে আসা-যাওয়ার সময় আরামদায়ক পরিবহনের ব্যবস্থা করতে।

 
 ইউসুফের উকিল মোঃ সৈফুর রহমানের দায়ের করা পিটিশনের শুনানির শেষে জাস্টিস ওবাইদুল হাসানের নেতৃত্বে তিন-সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেয়।
 
রহমান এই আবেদন করেন এই বলে যে  ৮৭ বর্ষীয় জামাত নেতা বয়সজনিত রোগে আক্রান্ত। 
 
কুখ্যাত রাজকর সংগঠনের প্রতিষ্ঠাতা ইউসুফ গণহত্যা, খুন, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মীয় রূপান্তরকরণ ও মানুষের নির্বাসন সহ ১৫টি যুদ্ধাপরাধের চার্জের সন্মুখিন হচ্ছেন।
 
তাঁর রাজকর সংগঠন পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে হাত মেলায় ১৯৭১-এ তিন লাখ বাংলাদেশীকে হত্যা করার জন্যে।
 
গত মে মাসে ধানমণ্ডিতে তাঁর বাড়ি থেকে জামাতের নায়েব-এ-আমিরকে গ্রেফতার করা হয়।