Muktijudho

মুক্তিযুদ্ধঃ কাম্রুজ্জামানের বিরুদ্ধে রায় বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধঃ কাম্রুজ্জামানের বিরুদ্ধে রায় বৃহস্পতিবার

| | 27 May 2013, 01:20 pm
ঢাকা, মে ৮: ঢাকায় একটি ট্রাইব্যুনাল বুধবার জানায় যে জামাত-এ-ইসলামী নেতা মুহাম্মদ কাম্রুজ্জামানের বিরুদ্ধে রায় শোনানো হবে বৃহস্পতিবার, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়কালীন যুদ্ধাপরাধের জন্যে।

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর প্রধান বিচারপতি জাস্টিস ওবাইদুল হাসান বুধবার এই কথা ঘোষণা করেন। 

 
কাম্রুজ্জামানের বিরুদ্ধে আনা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়কালীন যুদ্ধাপরাধের অভিযোগের বিচারকার্য এপ্রিল ১৬ সমাপ্ত হয়।
 
"আমরা এই মামলাটিকে সিএভি (কিউরিয়া এডভিসারি ভালট, অর্থাৎ, রায় যে কোন দিন শোনানো হতে পারে) হিসেবে রাখছি,"  হাসান বলেছিলেন বিচার প্রক্রিয়া সমাপ্তির শেষে।
 
গত বছর জুন ৪-এ ট্রাইব্যুনাল জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কাম্রুজ্জামানকে দোষী পায় মুক্তিযুদ্ধের সময় হত্যা, নিরস্ত্র নাগরিকদের নির্যাতন ও কুকর্মে সহযোগিতা সহ সাতটি মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে।
 
এক তদন্তকারী অধিকর্তা সহ ১৮জন সরকারি সাক্ষী এই মামলায় সাক্ষী দেয়।
 
পাঁচজন কাম্রুজ্জামানের পক্ষে সাক্ষী দেয়।