Muktijudho

\

\"মুজিবুর হত্যাকারিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে\"

| | 27 May 2013, 11:55 am
ঢাকা, নভেম্বর ২১: বাংলাদেশ সরকার স্থির করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ফেরারি হত্যাকারিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, আইনমন্ত্রী শাফিক আহমেদ বুধবার জানান।

 ফেরারি অপরাধীরা হলেন খান্দাকের আব্দুর রশিদ, শাফিকুল হক, নুর চৌধুরী, রশিদ চৌধুরী, আব্দুল মাজেদ ও মসলেমুদ্দিন।

"যেই যেই দেশে এই অপরাধীরা আশ্রয় নিয়েছেন, সেদেশের সরকারদের অনুরোধ করা হবে তাদেরকে কোন পাসপোর্ট বা ভিসা না দিতে যাতে এরা দেশ ছেড়ে পালাতে না পারে," আহমেদ বলেন।
"ছয়জন মুজিবুর হত্যাকারিদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে," তিনি জানান।
নভেম্বর ১৯, ২০০৯, হাই কোর্টের রায় অব্যাহত রেখে সুপ্রিম কোর্ট ১২জনকে মৃত্যুদণ্ড দেয় অগাস্ট ১৫, ১৯৭৫-এ মুজিবুর ও তাঁর পরিবারের সদস্যদের খুন করার অপরাধে।
জানুয়ারি ২৮, ২০১০-এ পাঁচজনকে - সায়েদ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, বাজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকে- ফাঁসি দেয়া হয়।
একজন অপরাধী- আজিজ পাশা- জিম্বাবয়েতে মারা যায়। 
বাকি ছয়জন পৃথিবীর বিভিন্ন দেশে লুকিয়ে আছে।