Muktijudho

যুদ্ধাপরাধে অভিযুক্ত মোবারাক

যুদ্ধাপরাধে অভিযুক্ত মোবারাক

| | 27 May 2013, 01:12 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২৫: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন সোমবার বিধিবৎ যুদ্ধ অপরাধের অভিযোগ দায়ের করেন আওয়ামী লীগের নেতা মোবারাক হোসেনের বিরুদ্ধে।

 এই মামলার প্রসিকিউশন সইদুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১কে জানান যে মোবারাককে ১৯৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় করা পাঁচ ধরনের মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে।    

 
এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত সূচি সংবাদমাধ্যমকে জানানো হয় নি।
  
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মার্চ ১১ তারিখে মোবারাকের বিরুদ্ধে এই অভিযোগ স্বীকার করবে কিনা তা জানাবে।
 
সোমবার মোবারাকের জামিন মার্চ ১১ পর্যন্ত বাড়ানো হয়। তিনি জুলাই ১৬, ২০১২ থেকে জামিনে মুক্ত আছেন।
 
স্থানীয় রাজনৈতিকদের অনুযায়ী মোবারাক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের এক ইউনিয়ন ইউনিটের সাংগঠনিক সম্পাদক ছিলেন ১৬ বছর ধরে।