Muktijudho

কাদেরের রায় ফাঁসঃ রিমান্ডে ২ ট্রাইব্যুনাল কর্মী

কাদেরের রায় ফাঁসঃ রিমান্ডে ২ ট্রাইব্যুনাল কর্মী

| | 05 Oct 2013, 12:46 pm
ঢাকা, অক্টোবর ৫: একটি ঢাকা আদালত শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই কর্মীকে আট দিনের রিমান্ডে পাঠায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে খসড়া রায় কিছু অংশ ফাঁসের মামলায়।

 পুলিশের গোয়েন্দা বিভাগ নয়ন আলি ও ফারুখ হোসেনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের আদালতে পেশ করে।

 
তারা গ্রেফতারিত কর্মীদের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে।
 
শুক্রবার আলি ও হোসেনকে গ্রেফতার করা হয় চৌধুরীর বিরুদ্ধে খসড়া রায়ের কিছু অংশ চুরি করার অভিযোগে।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরুদ্দিন মাহমুদ বুধবার একটি সাধারণ ডায়েরি দায়ের করে চৌধুরীর বিরুদ্ধে খসড়া রায় কিছু অংশ ফাঁসের মামলায়।
 
সাধারণ ডায়েরিটি শাহবাগ থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে দায়ের করা হয়।
 
মাহমুদ বুধবার জানান চৌধুরীর বিরুদ্ধে খসড়া রায় কিছু অংশ ফাঁস হয়ে গিয়েছে।
 
"এই অংশ ফাঁস হয়েছে হয় খসড়া তৈরির সময় বা রায় চূড়ান্ত করার আগে," মাহমুদ বলেন।
 
"তবে এই মুহূর্তে কাউকে সন্দেহ করতে পারব না," তিনি বলেন।
 
চৌধুরীকে বুধবার কাশিমপুর জেলে ফেরত নিয়ে যাওয়া হয়।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার তাঁকে যুদ্ধাপরাধের সাজা শোনানোর সঙ্গে সঙ্গেই  চৌধুরী বলেন এই রায় আইন মন্ত্রণালয়ের আদেশ।
 
ততক্ষণে ট্রাইব্যুনালের বিচারকেরা কোর্টরুম ছেড়ে চলে যান।
 
চৌধুরী তাঁর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন এই রায়ের জন্য তিনি আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চান।
 
"এখন এই রায় ইন্টারনেটেও পাওয়া যাবে এবং যে কেউ এটি দেখতে পাবে," তিনি বলেন।
 
 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার ১৯৭১এ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গ্রেফতারিত বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির সাজা শোনায়।