Muktijudho

চলে গেলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা
ছেলে মোস্তফা কামালের ছবি হাতে মালেকা মা (ফাইল ছবি)।

চলে গেলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা

Bangladesh Live News | @banglalivenews | 08 Sep 2020, 10:02 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২০ : চলে গেলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম। মঙ্গলবার (৮ আগস্ট)সকাল ৭টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি করা হয়।

 

সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে আসা হয়। ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকারের পক্ষ থেকে মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি করে দেয়া হয়। পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে।

 

দীর্ঘদিন ধরে মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি নাতনিদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করেন।