Muktijudho

\

\"জামাতকে নিষিদ্ধ করার দাবী যুক্তিসম্মত\"

| | 27 May 2013, 01:10 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২১: জামাত-এ-ইসলামিকে নিষিদ্ধ করার দাবীকে যুক্তিসম্মত বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার জানান বাংলাদেশ সরকার এই বিষয়ে সমস্ত তথ্য পরীক্ষা করে দেখছে।

 "শাহবাগ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডের দাবী ছাড়াও সারা দেশের মানুষ চাইছেন ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে, বিশেষত জামাত-শিবিরের রাজনীতি," দীপু মনি বলেন।

 
"এই দাবী একদম যুক্তিসম্মত। ১৯৭২-এর সংবিধান এদের এইরকম রাজনীতি নিষিদ্ধ করে," তিনি বলেন।
 
 "যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের ব্যাবস্থা করে ও তাদের রাজনৈতিক ক্ষমতার শীর্ষে বসিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও পরে একজন খালেদা জিয়া মুক্তিযুদ্ধের তিন লক্ষ শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন," অভিযোগ করেন দীপু মনি।
 
"তাই আমরা দেশের মানুষের এই দাবীতে সন্মান করি। নির্বাচন কমিশন ও সরকার এই বিষয়ে যা যা করার সব করবে," তিনি জানান।